আমি রাজনৈতিক কারাগারে ছিলাম: সুলতান মনসুর
আজকে আমারও কিন্তু ওইখানে (সরকারি দলের সারিতে) থাকার কথা ছিলো। অর্থাৎ যদি ওই জোটের পক্ষ হয়ে রাজনীতি করতাম। ভাগ্যের নির্মম পরিহাস, রাজনীতির ছন্দপতনের কারণে হয়তো আল্লাহ তায়ালার ইচ্ছায় আমি একটি রাজনৈতিক কারাগারের মধ্যে ছিলাম।